এবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন মুহাম্মদ এ (রুমী) আলী। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে ব্যাংকটির কর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন তিনি নিজেই। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ পদত্যাগের কথা জানান তিনি। তিন বছর আগে ব্যাংকটির মালিকানার সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয় রুমী আলীকে। তবে সাম্প্রতিক সময়ে মালিকদের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। কর্মীদের কাছে পাঠানো চিঠিতে রুমী আলী জানান, একটি ব্যাংকের উন্নয়নের মূলমন্ত্র সুশাসন। সুশাসনের মূলনীতি জবাবদিহিতা বা দায়বদ্ধতা। এটি যতক্ষণ প্রতিষ্ঠা করা না যাবে, ততক্ষণ সুশাসন আসবে না। তিনি জানান, ব্যক্তিগত কারণে আমি পরিচালনা পরিষদ থেকে পদত্যাগ করার আবেদন করছি। এবি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে এটাই আমার শেষ বোর্ড মিটিং এবং এজিএম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন