শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

একদিনের ব্যবধানে ৪০ মন্ত্রীর পদত্যাগ, বেকায়দায় বরিস

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২২, ৯:৩৪ এএম

ব্রিটেনে কোনোরকমে টিকে আছে বরিস জনসনের সরকার। একদিনের ব্যবধানে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ৪০ মন্ত্রী’সহ বেশ কয়েকজন সহযোগী। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

মঙ্গলবার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান সাজিদ জাভিদ ও ঋষি সুনাক। এরপরই মূলত হিড়িক পড়ে যায় পদত্যাগের। একে একে মন্ত্রিসভা ছাড়েন অনেকে।

তারা দাবি জানান, প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে বরিস জনসনকে। তবে এখনও প্রধানমন্ত্রী হিসেবে থাকতে অনড় বরিস। এমনকি আগাম নির্বাচনের দাবিও প্রত্যাখ্যান করেছেন তিনি।

ক্ষমতাসীন দলে মন্ত্রীদের মধ্যে এমন সংকট নিয়ে বিরোধী লেবার পার্টি বলছে, নিজের রাজনৈতিক ক্যারিয়ার টিকিয়ে রাখতে এখন দুর্নীতিগ্রস্ত দলের নেতৃত্ব দিচ্ছেন বরিস।

করোনাবিধি অমান্য করে মদের পার্টি দেয়া ছাড়াও সম্প্রতি নানা বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। এর জেরে গেল মাসে আস্থা ভোট হলেও সেখানে উৎরে যান বরিস জনসন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন