শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ছয় মাসে ৫১ শিশুর মরদেহ উদ্ধার: আসক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২২, ৪:০১ পিএম

২০২২ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত দেশে ৫১ জন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এমন তথ্য উঠে এসেছে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিবেদনে। বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।


আসক জানায়, এ শিশুদের মধ্যে শূন্য থেকে ৬ বছরের শিশুর সংখ্যা ২১, ৬ জনের বয়স সাত থেকে ১২ বছর, ১৯ শিশু ১৩ থেকে ১৮ বছরের। বাকি ৫ শিশুর বয়স জানা যায়নি।

দেশের কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকার বরাত দিয়ে মানবাধিকার সংস্থাটি বলেছে, ২০২২ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে নানা কারণে মোট ২৪৮টি শিশু মারা গেছে। এসব ঘটনায়, মোট ১১৪টি মামলা হয়েছে।

নিহত শিশুদের মধ্যে ১৩ জনকে বিভিন্ন জায়গা থেকে তুলে ধর্ষণ ও ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ছাড়াও ৬০ শিশু গৃহকর্মীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনে মারা যায় ৬৫ শিশু।

আসক জানায়, প্রতিবেদনটি তৈরিতে তারা দৈনিক প্রথম আলো, ইত্তেফাক, সমকালসহ বেশ কয়েকটি বাংলা, ইংরেজি দৈনিক ও নিউজ পোর্টাল থেকে তথ্য সংগ্রহ করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন