শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

লবণাক্ততার কারনে নারীরা সুস্থ সন্তান জন্ম দিতে পারছে না- মোংলায় উপমন্ত্রী হাবিবুন নাহার

মোংলা (বাগেরহাট)সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২২, ৫:৫১ পিএম

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে নারীরা সবচেয়ে বেশি সমস্যায় ভোগে। অতিরিক্ত লবণাক্ততার কারনে উপকূলের নারীরা সুস্থ সন্তান জন্ম দিতে পারছেনা। জলবায়ু পরিবর্তনের ফলে সুন্দরবনের ক্ষতি হচ্ছে। সুন্দরবনে গাছের রূপের পরিবর্তন হচ্ছে। জেলা পরিষদের পুকুর শুধুমাত্র রাজস্ব আদায়ের লক্ষ্যে বরাদ্দ দেয়া যাবেনা। পানির অপচয় বন্ধ করতে হবে। নিরাপদ পানির সংকট সমাধানে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে ব্রাক জলবায়ু পরিবর্তন কর্মসুচির আয়োজনে মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে "বৃষ্টির পানি আহরণ করে সূপেয় পানি সরবরাহ এবং জলবায়ু সক্ষমতা অর্জন" প্রকল্প'র অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি একথা বলে।
সভায় অতিথির বক্তব্য রাখেন ডেনমার্কের রাস্টদূত উইনি পিটারসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার ও থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম। এছাড়া প্রকল্প অবহিতকরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বাপা নেতা মো. নূর আলম শেখ, মোংলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ'র অধ্যক্ষ মো. সেলিম, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠিত প্রকল্প অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন ব্রাক'র জলবায়ু পরিবর্তন কর্মসুচির পরিচালক ড. মো. লিয়াকত আলী।

প্রকল্প অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন সহকারি পুলিস সুপার মো. আসিফ ইকবাল, শিক্ষাবিদ সুনীল কুমার বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার হাই, অধ্যক্ষ আবু সাইদ খান, মোংলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুবের চন্দ্র মন্ডল প্রমূখ।
উল্লেখ্য ব্রাক মোংলা উপজেলায় তিন বছর মেয়াদে নিরাপদ খাবার পানি সরবরাহ করবে। এই প্রকল্পের ফলে ৭০ হাজার মানুষ উপকৃত হবেG

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন