শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

‘দ্বীনের দাওয়াতের জন্য ও পরকাল পেতে দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান গড়েছি’

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২২, ১২:০২ এএম

নরসিংদীর বেলাটি গ্রামে প্রতিষ্ঠিত দারুল ওহী আইডিয়াল মাদরাসা গতকাল বৃহস্পতিবার দারুল ওহী মসজিদ কমপ্লেক্স ভবনে মাসিক প্রতিযোগিতামূলক কালচারাল প্রোগ্রাম ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল ওহী আইডিয়াল মাদরাসার উপদেষ্টা পরিষদের সদস্য একে আহসান মাহবুব। সভাপতিত্ব করেন দারুল ওহী আইডিয়াল মাদরাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. ইমাম হোসনে। বিশেষ অতিথি ছিলেন দারুল ওহি আইডিয়াল মাদরাসার পরিচালনা পরিষদের সদস্য মো. আবদুর রশিদ, নাজিম উদ্দিন ভূইয়া রিপন, ম্যানেজিং কমিটির সদস্য মো. ইরফান হোসেন নাফি। স্বাগত বক্তব্য রাখেন দারুল ওহী আইডিয়াল মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এইচ.এম আখতার হোসেন। এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ১১টি গ্রুপ অংশগ্রহণ করে।

মাদরাসার প্রতিষ্ঠাতা ইমাম হোসেন বলেন, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি, দ্বীনের দাওয়াতের জন্য। দ্বীনি শিক্ষা ব্যতিত দুনিয়াতে শান্তি নেই, পরকালেও শান্তি পাবোনা। দ্বীন ব্যতিত এ জীবনের কোনো মূল্য নেই। আসুন আমাদের সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি। তা হলে দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি পাবো। আজকের প্রতিযোগিতা এ উদ্দেশ্যেই। শিক্ষার্থীদেরকে দ্বীনি শিক্ষায় উৎসাহিত করা।

খুলনায় বড় ভাইয়ের বাঁশের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
খুলনা ব্যুরো : খুলনায় বড় ভাই রুবেল শেখের হাতে ছোট ভাই পারভেজ শেখ খুন হয়েছে। গত বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে খানজাহান আলী থানার মশিয়ালী মিনা বাজার এলাকায় ঘটনাটি ঘটে। তারা ওই এলাকার শাহিদুল শেখের ছেলে।

গতকাল বৃহস্পতিবার খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, রাতে পারিবারিক কলহের জেরে ছোট ভাই পারভেজ শেখ তার স্ত্রীকে মারধর করছিল। এ সময় বড় ভাই ঠেকাতে গিয়ে ছোট ভাইকে বাঁশ দিয়ে আঘাত করেন। আঘাতে পারভেজের ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত পারভেজের লাশ ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন