জাপানে অন্তত ১০ হাজার বাড়ি এক সাপের ‘সৌজন্যে’ বিদ্যুৎহীন ছিল। সম্প্রতি ফুকুশিমা এলাকার কোরিয়ামা শহরে এই ঘটনা ঘটেছে। স্থানীয় একটি ইলেকট্রিক সাবস্টেশনে সাপটি ঢুকে পড়ে। এতে বিদ্যুৎপৃষ্টে সাপটি প্রাণ হারায়। সঙ্গে সঙ্গেই এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ে।
গত ২৯ জুন স্থানীয় সময় দুপুর ২টার পর ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, তোহোকু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি ওই ইলেকট্রিক সাবস্টেশন পরিচালনা করে। ঘটনার পর দ্রুত পরিস্থিতি মোকাবিলায় নামে কোম্পানিটি। সমস্যার কেন্দ্র চিহ্নিত করে ঘটনাস্থলে পৌঁছে সাপের কাণ্ড দেখতে পান কোম্পানির কর্মকর্তারা। তারা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখনও সাপটি জ্বলছিল বলে জানা গিয়েছে।
কোম্পানি সূত্রে খবর, সাপটি ইলেকট্রিক পরিবাহী একটি খোলা তারের সংস্পর্শে আসায় এই সমস্যা হয়। শর্ট সার্কিটের ফলে স্বয়ংক্রিয়ভাবে শাটডাউন বয়ে যায়। আর হঠাৎ শাটডাউনের ফলে গোটা এলাকা বিদুৎহীন হয়ে যায়। যার প্রভাব পড়ে অন্তত ১০ হাজার বাড়ি ও অফিসে।
অন্যদিকে, সাপের জন্য এভাবে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা নিয়ে আলোচনা হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। কীভাবে একটা সাপ সাবস্টেশনের ভেতরে গুরুত্বপূর্ণ অংশে ঢুকে পড়ল তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। সূত্র : এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন