মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইন্দোনেশিয়ায় মিয়ানমার দূতাবাসে হামলার পরিকল্পনাকারী আটক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আগামী মাসে যেকোন সময় ইন্দোনেশিয়ায় মায়ানমার দূতাবাসে হামলার পরিকল্পনাকারী সন্দেহ ভাজন এক জঙ্গিকে হামলার প্রয়োজনীয় সরঞ্জামসহ আটক করেছে ইন্দোনেশিয়ার পুলিশ। গ্রেফতারকৃত জঙ্গি নিজেকে আইএস সদস্য বলে দাবি করে। পরিচয় শনাক্ত করতে গিয়ে দেখা যায় তার নাম রিও প্রিয়াটনা উইবোওয়া (২৩)। সে কৃষি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং পেশাদার বোমা তৈরিকারক। সে বিভিন্ন বিস্ফোরক দ্রব্য দিয়ে বোমা বানায় যা পরবর্তীতে বিভিন্ন জায়গায় জঙ্গি হামলায় ব্যবহার করা হয়। উল্লেখ্য যে এর আগে এই রকমই পরিকল্পনা করে হামলা চালানো হয় ২০০২ সালে ইন্দোনেশিয়ার বালি নাইটক্লাবে যেখানে প্রায় ২০২ জন নিহত হয়। এই বছরের জানুয়ারিতেও জাকার্তায় জঙ্গি হামলা চালানো হয় যেখানে প্রায় ৪ জন লোক নিহত হয়। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন