মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রের দক্ষিণ চীন সাগর নীতি বদলাবে না : বেইজিং

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চীনের একটি সামরিক গবেষণা রিপোর্টে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পরও দক্ষিণ চীন সাগরে মার্কিন নীতির কোনো পরিবর্তনের আশা করছে না বেইজিং। বরং ট্রাম্প এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্য গড়ে তুলতে সচেষ্ট হবেন বলে মনে করছেন চীনের বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষকরা। গত শুক্রবার বেইজিং-এ দক্ষিণ চীন সাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৎপরতার ওপর প্রথম কোনো সামরিক গবেষণা রিপোর্ট প্রকাশিত হয়েছে। এই রিপোর্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নীতির প্রধানতম লক্ষ্য হচ্ছে, দক্ষিণ চীন সাগরে নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। যদিও প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ট্রাম্প দক্ষিণ চীন সাগর নিয়ে তেমন কিছুই বলেননি, তারপরও চীনা বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের নিরাপত্তা নীতিতে পরিবর্তনের চেয়ে আগের ধারাবাহিকতাই বেশি থাকবে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন