নানা ভোগান্তির পরে কাঙ্খিত যানবাহনে উঠেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ঈদে ঘরমুখো যাত্রীদের। রাতে ঘন্টার পর ঘন্টা রাস্তায় কাটিয়ে ফের নবীনগর-চন্দ্রা মহাসড়ক এবং ঢাকা-আরিচা মহাসড়কে যানজটে পড়েছে যাত্রীরা। এতে সীমাহীন দুর্ভোগে পরেছেন তারা।
শুক্রবার সকাল থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে চন্দ্রা পর্যন্ত এবং ঢাকা-আরিচা মহাসড়কে আশুলিয়া বিশমাইল থেকে ধামরাইয়ের ঢুলিভিটা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া কোন কোন স্থানে আবার ধীর গতিতে চলছে যানবাহন।
জানা গেছে, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে চন্দ্রা হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুরে যানজট সৃষ্ট হয়েছে।
এদিকে, ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল থেকে ধামরাইয়ের ঢুলিভিটা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার গাড়ি থেমে থেমে চলছে। এছাড়া টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ধৌড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত গাড়ির জটলা রয়েছে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকাল থেকে হঠাৎ করেই সড়কে গাড়ির চাপ বেড়ে যায়। আমরা ও ট্রাফিক পুলিশসহ জেলা পুলিশ যথেষ্ট চেষ্টা করেছি যেনো মানুষ কোনো ঝামেলা ছাড়াই বাড়ি যেতে পারে। বিকালের মধ্যে সব সড়ক স্বাভাবিক হয়ে যাবে বলেও তিনি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন