শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তলোয়ার নিয়ে স্কুলে হাজির বাবা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২২, ১২:০১ এএম

স্কুল থেকে ছেলের জন্য ইউনিফর্মের টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু সেই টাকা পাননি এক শিশুর বাবা। আর তাতেই রেগে গিয়ে তিনি ঘটালেন আজব এক কাণ্ড। বাচ্চার স্কুল ইউনিফর্মের টাকা না পেয়ে হাতে তলোয়ার নিয়ে সোজা স্কুলে পৌঁছালেন বাবা। সেখানে গিয়ে শিক্ষকদের হুমকিও দিলেন তিনি। আর এই বিষয়টিই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিহারের আরারিয়া এলাকায়। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম টাইমস নাউ। প্রতিবেদনে বলা হয়েছে, স্কুল থেকে নিজের ছেলের জন্য ইউনিফর্মের টাকা না পেয়ে হাতে তলোয়ার নিয়ে স্কুলে যান এক বাবা। এরপর সেখানে শিক্ষকদের শাসানোর পাশাপাশি হুমকিও দেন তিনি। খালি গায়ে তলোয়ার হাতে অভিযুক্ত ওই ব্যক্তির একটি ছবি ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তলোয়ার হাতে এই কাণ্ডের সময় স্কুলে ক্লাস চলছিল। এদিকে তলোয়ার হাতে স্কুলে হাজির হয়ে শিক্ষকদের হুমকি দেওয়ার এই ঘটনাটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। ইতোমধ্যেই ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। এ বিষয়ে জকিহাটের এসএইচও জানিয়েছেন, শিক্ষকদের হুমকি দেওয়ার বিষয়টি পুলিশের নজরে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, তলোয়ার হাতে স্কুলে শিক্ষকদের হুমকি দেওয়ায় অভিযুক্ত ওই ব্যক্তির নাম আকবর। হুমকি দিয়ে তিনি স্কুল থেকে চলে যাওয়ার পর ওই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্থানীয় জকিহাট থানায় অভিযোগ দায়ের করেন। স্কুলের এই প্রধান শিক্ষক আকবরের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন। তিনি জানান, গত বছরেও স্কুল শিক্ষকদের সঙ্গে আকবর দুর্ব্যবহার করেছেন। তিনি মিড ডে মিলের জন্য টাকা চাইতে আসতেন। শুধু তাই নয়, স্কুলের জিনিস চুরি করে বাজারে বিক্রি করে দেওয়ারও অভিযোগ আকবরের বিরুদ্ধে আনা হয়েছে। প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানিয়েছেন, গত ৫ জুলাই তিনি মুদি দোকানে ডিম কিনতে গেলে আকবর সেখানে এসে তার কাছে প্রায় ৫০ হাজার টাকা চাঁদা চান। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে জাহাঙ্গীরের পকেটে থাকা টাকা ছিনতাই করে পালিয়ে যান। সংবাদমাধ্যম বলছে, অভিযুক্ত আকবরের সন্তান ওই স্কুলে পড়াশোনা করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বই আর ইউনিফর্মের টাকা না পেয়ে তিনি ক্ষোভে তলোয়ার নিয়ে স্কুলে যান। তারপর শিক্ষকদের হুমকি দেন। বিষয়টি তদন্ত করছে জকিহাট থানার পুলিশ। এএনআই, টাইডমস নাউ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন