শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ধোঁকা দিতে নকল আইপিএল!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২২, ১২:০১ এএম

জুয়াড়িদের থেকে অর্থ হাতিয়ে নিতে ভারতে নকল আইপিএল টুর্নামেন্ট আয়োজন করেছে একদল প্রতারক। তাদের চারজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গুজরাটে ঘটে এই কান্ড। প্রতারকরা একটি খামারে ম্যাচ আয়োজন করে। শ্রমিকদের আইপিএল দলগুলোর জার্সি পরিয়ে ক্রিকেটার হিসেবে উপস্থাপন করা হয়। রাখা হয় নকল আম্পায়ার, যাদের কাজ ছিল বাউন্ডারি কিংবা উইকেটের জন্য খেলোয়াড়দের ইশারা দেওয়া। শুধু তাই নয়, বিখ্যাত ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলেকে নকল করার জন্য তারা একজন লোককেও নিয়োগ দেয়।
প্রতি ম্যাচের জন্য খেলোয়াড়দের কম-বেশি ৪০০ রুপি করে দেওয়া হয়। ‘আইপিএল’ নামের একটি ইউটিউব চ্যানেলে স¤প্রচার করা হয় ম্যাচগুলো। পিচের বাইরে মাঠের অন্য অংশগুলো দেখানো হতো না ওই চ্যানেলে। ইন্টারনেট থেকে নামানো দর্শকদের হই-হুল্লোড়ের শব্দ বাজানো হতো সাউন্ড বক্স দিয়ে। গতপরশু সাংবাদিকদের পুলিশ জানায়, গত মে মাসে ম‚ল আইপিএল শেষ হওয়ার তিন সপ্তাহ পর শুরু হয় এই টুর্নামেন্ট। কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত নকল আইপিএলটি পরিচালনা করতে সক্ষম হয় প্রতারকরা। একটি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে রাশিয়ার জুয়াড়িরা বেটিংয়ে অংশ নেয়। ভারতে জুয়া অবৈধ। সন্দেহভাজনদের বিরুদ্ধে অপরাধম‚লক ষড়যন্ত্র এবং জুয়া খেলার অভিযোগ আনা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন