শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সিনেমা পড়ে যাওয়ার কারণ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২২, ১২:০২ এএম

একটা সময় ঈদে সিনেমা মুক্তি নিয়ে চলচ্চিত্র পাড়ায় উৎসবের আমেজ তৈরি হতো। প্রযোজক, পরিচালক, বুকিং এজেন্ট, শিল্পী-কলাকুশলীরা সিনেমা মুক্তি নিয়ে ব্যস্ত সময় পার করতেন। এখন এই ব্যস্ততা ও উৎসবের আমেজ নেই। এর কারণ হিসেবে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, আগে রোজার ঈদে রোমান্টিক ঘরানার সিনেমা মুক্তি দেয়া হতো, কোরবানির ঈদে অ্যাকশন। এখন এ নিয়ে কেউ মাথা ঘামায় না, কেউ এগুলো মানে না। ইচ্ছে মতো সিনেমা মুক্তি দেন। তাছাড়া এখন সিনেমা মুক্তির জন্য প্রস্তুতিও তেমন নিতে হয় না। নিজেদের ইচ্ছে মতো সব কিছু করা হয়। শৃঙ্খলা বলে কিছু নেই। ফলে ঈদে সিনেমা মুক্তির যে উৎসব তা হারিয়ে গেছে। শিল্পী সমিতির সাবেক সভাপতি মিশা সওদাগর বলেন, আগে একটা সিনেমায় রাজ্জাক ভাই, আলমগীর ভাই, শাবানা আপার সঙ্গে সালমান শাহ, মৌসুমীরা থাকতো। তখন এদের সবাইকে নিয়ে সিনেমার গল্প তৈরি হতো। তখন বড় প্রোডাকশন ছাড়া কেউ ঈদে সিনেমা মুক্তি দেওয়ার সাহস পেত না। মান্না-মৌসুমীকে নেওয়ার পর ওদের বাবা-মা নেওয়া হতো শাবানা-আলমগীর। এরপর হুমায়ুন ফরীদি ভাই মিশা সওদাগরকে নেওয়া হতো ভিলেন হিসেবে। আবার কমেডির জন্য নেওয়া হতো দিলদার-নাসরিনকে। এখন সিনেমায় কমেডি নেই। এখন সিনেমা হয় নায়ক-নায়িকা আর ভিলেনের উপর। ফলে গল্পের জোর কমে গেছে। তিনি বলেন, সিনেমার গান হচ্ছে প্রাণ। এখন সিনেমার গান তেমন হিট হয় না। বাংলা সিনেমা পড়ে যাওয়ার পেছনে এটিও অন্যতম কারণ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Name nasir ১৫ জুলাই, ২০২২, ১২:২১ পিএম says : 0
No comment
Total Reply(0)
Name nasir ১৫ জুলাই, ২০২২, ১২:২১ পিএম says : 0
No comment
Total Reply(0)
Name nasir ১৫ জুলাই, ২০২২, ১২:২১ পিএম says : 0
No comment
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন