শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ড্রোনবাহী যুদ্ধজাহাজ উন্মোচন ইরানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২২, ১২:০০ এএম

ইরান শুক্রবার প্রথমবারের মতো ড্রোনবাহী যুদ্ধজাহাজ উদ্বোধন করেছে। এমন একসময় এ যুদ্ধজাহাজ উন্মোচন করল, যখন ইরানবিরোধী একটি সামরিক জোট গঠন করতে মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরানের এই যুদ্ধজাহাজে বিভিন্ন ধরনের ড্রোন বহন করা হবে এবং জাহাজ থেকে এসব ড্রোন লক্ষ্যবস্তুতে হামলা চালাবে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিক হুমকি দেওয়ার কয়েক দিনের মধ্যে এই পদক্ষেপ নিল তেহরান। ভারত মহাসাগরের আন্তর্জাতিক পানি সীমানায় ইরান শুক্রবার এ জাহাজের উদ্বোধন করে। এতে বিভিন্ন ধরনের সামরিক ড্রোন, গোয়েন্দা ড্রোন এবং সুইসাইড ড্রোন রয়েছে। ইরানের পরমাণু জ্বালানি কর্মসূচি মোকাবিলা করার জন্য প্রয়োজনে সর্বশেষ ধাপে আমেরিকা সামরিক শক্তি ব্যবহার করতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুমকি দেওয়ার দুদিন পর ইরান নৌবাহিনীর এই ড্রোনবাহী জাহাজের উদ্বোধন করল। উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের শীর্ষ পর্যায়ের সামরিক কমান্ডাররা অংশ নেন এবং সেই সময় বিভিন্ন ধরনের ড্রোনের সক্ষমতা প্রদর্শন করা হয়। এর মধ্যে পেলিক্যান, হোমা, আরাশ, চামরুশ, জুবিন, আবাবিল-৪ এবং বভার-৫ সফলতার সাথে ভারত মহাসাগরের আকাশে সামরিক মহড়া চালায়। ভারটিক্যালি উড্ডয়ন করতে সক্ষম কিছু ড্রোন এ মহড়ায় অংশ নেয়। ডেইলি মেইল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন