বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

উপাত্ত সুরক্ষা আইনে ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করা যাবে: পলক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২২, ৩:১৭ পিএম

উপাত্ত সুরক্ষা আইন-২০২২-এর মাধ্যমে দেশের প্রত্যেক নাগরিকের ব্যাক্তিগত ও প্রাতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করা যাবে বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার (১৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘উপাত্ত সুরক্ষা আইন, ২০২২’ (Data Protection Act)-এর খসড়ার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পলক বলেন, চলতি বছরে আইনটি সংসদে উপস্থাপন করা হতে পারে। এর আগে মন্ত্রীপরিষদে আইনটি তোলা হবে বলেও জানান তিনি।

একই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অংশীজন হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিব, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিভিন্ন দপ্তর-সংস্থার উপযুক্ত প্রতিনিধিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন