শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নাসিরনগরে জায়গার সীমানা দখলকে কেন্দ্র করে নিহত ১ আহত ১৫

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২২, ১:০২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চাচাতো ভাইয়ের সাথে জায়গার সীমানাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে আক্তার মিয়া(৪০) নামে এক যুবকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটানায় নারীসহ উভয়পক্ষের আরও প্রায় ১৫ জন আহত হয়েছে।

রোববার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে সংঘর্ষ আহত গুনিয়াউক গ্রামের খুরশীদ আলীর ছেলে আক্তার মিয়া নিহত হয়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গুনিয়াউক গ্রামের মো. আক্তার মিয়া ও দুলাল মিয়া দুজন আপন চাচাতো ভাই একই বাড়িতে বসবাস করে আসছেন। গত এক মাস পূর্ব থেকেই দুজনের মধ্যে জায়গার সীমানা নিয়ে ধন্দ চলছিল। বিষয়টি নিষ্পত্তির জন্য দুলাল মিয়া স্থানীয় ইউপি সদস্য মালেকসহ মুরব্বিদের অবগত করেন। ১৭ জুলাই রবিবার সন্ধায় হটাৎ করে দুলাল মিয়া ও আক্তার মিয়া বাকবিতন্ডায় জড়িয়ে পরে। এবং রাত ৯ টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রস্বস্ত্র সহ সংর্ঘষে লিপ্ত হয়ে পড়লে নারীসহ প্রায় ১৫ জনের মতো আহত হয়। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় আক্তার মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। আহতরা সবাই ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসধীন অবস্থায় আছেন।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে দৈনিক ইনকিলাবকে জানান, জায়গার সীমানা নিয়ে বিরোধ করে আপন চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে আক্তার মিয়া নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। নিহতের পরিবার বাদী হয়ে নাসিরনগর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান ওসি হাবিবুল্লাহ সরকার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন