পদ্মা নদীর পানি কমে নাব্যতা সঙ্কটের কারণে জৌকুড়া-নাজিরগঞ্জ নৌপথে গত শনিবার থেকে ফেরি চলাচল বন্ধ করেছে কর্তৃপক্ষ। রাজবাড়ীর সাথে পাবনার নদী পথে সরাসরি যোগাযোগের মাধ্যম এ নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় সড়ক বিভাগ।
রাজবাড়ী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের নৌ যোগাযোগের অন্যতম মাধ্যম জৌকুরা-নাজিরগঞ্জ নৌপথ। রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নে জৌকুরা ঘাট অবস্থিত। বর্ষা মৌসুমে জৌকুরা ফেরিঘাট থেকে প্রতিদিন সাধারণত তিনবার ফেরি ছেড়ে যায়। একই ভাবে ওইপার থেকেও তিনবার ছেড়ে আসে। এই নৌপথে তিনটি ইউটিলিটি (ছোট) ফেরী রয়েছে। ফেরি ছাড়াও দুটি লঞ্চ ও কয়েকটি ট্রলার এই নদীপথে যাতায়াত করে। সকাল আটটা, দুপুর ১২টা ও ৫টায় ফেরি ছেড়ে যায়। প্রতিদিন সকাল ১১টায়, দুপুর ২টায় ও রাত ৯টায় নাজিরগঞ্জ থেকে জৌকুড়ার উদ্দেশ্যে ছেড়ে আসে।
স্থানীয় সুত্রে জানা যায়, মূলত পণ্য পরিবহনের জন্য এই নৌপথ বেশি ব্যবহার করা হয়। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার যাতায়াতের সহজপথ এই নৌপথ। এই নৌপথ দিয়ে প্রতিদিন রাজবাড়ী ছাড়াও ফরিদপুর, মাদারীপুর, পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জসহ আশেপাশের জেলাগুলোর বাস ও মালবাহী ট্রাক পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, রংপুর, নাটোরসহ বিভিন্ন জেলায় যাতায়াত করে। এই নৌপথ ব্যবহার করলে অন্তত ১২০ কিলোমিটার পথ সাশ্রয় হয়। এই পথে বাস ও ট্রাক ছাড়াও মাইক্রোবাস, মোটর সাইকেলসহ ছোট-বড় বিভিন্ন ধরনের যানবাহন যাতায়াত করে।
রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নওয়াজিস রহমান বিশ^াস বলেন, পদ্মা নদীর পানি সম্প্রতি কমে গেছে। এ কারণে ফেরি ঘাটে ভিড়তে অসুবিধা হয়। ফলে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ কারণে আপাতত পানি বাড়ার জন্য অপেক্ষা করতে হবে। কারণ বর্ষা মৌসুমে এখানেই ঘাট থাকে। সাময়িক ভাবে ফেরি চলাচল বন্ধ করার জন্য রাজবাড়ী সড়ক বিভাগ আন্তরিক ভাবে দুঃখিত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন