রংপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক শামসুল হক ঝন্টু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪টা ৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রংপুর তথা উত্তরবঙ্গের তুমুল জনপ্রিয় এই যুবনেতার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না শোক জানিয়ে রংপুর পলিটেকনিক্যাল ইন্সটিটিউট মাঠে জানাযায় অংশগ্রহণ করেন।
যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান বক্তৃতায় বলেন, শামসুল হক ঝন্টু রংপুর তথা উত্তরবঙ্গে জাতীয়তাবাদী যুবদলকে সুসংগঠিত করে দেশ বাঁচানোর আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে অগ্রণী ভূমিকা রেখেছেন। বাংলাদেশ রক্ষার আন্দোলনে তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।
জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, শামসুল হক ঝন্টুর মৃত্যুতে জাতীয়তাবাদী যুবদল একজন দক্ষ সংগঠককে হারালো। তার আদর্শ ও কর্ম আমাদের মাঝে তাকে অম্লান করে রাখবে। সর্ব সাধারণের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এই নেতার জানাযায় অংশগ্রহণ করেন রংপুর জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, রংপুর মহানগর যুবদল সভাপতি মাহফুজ উন নবী ডন ও সাধারণ সম্পাদক মোঃ লিটন পারভেজ সহ যুবদল ও বিএনপির অঙ্গ সহযোগী নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যুবদলের শীর্ষ দুই নেতা সংগঠনের পক্ষে শামসুল হক ঝন্টুর মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়ে মরহুমে বাসায় গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন