শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বুধবার মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন ইউক্রেনের ফার্স্টলেডি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২২, ১০:৪০ এএম

মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কা। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির কার্যালয় সোমবার এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।
মার্কিন সংসদে বুধবার স্থানীয় সময় বেলা ১১টায় এ ভাষণ দেওয়ার কথা রয়েছে ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কার।
এ অধিবেশনে উপস্থিত থাকার জন্য কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি সব মার্কিন এমপি ও সিনেটরদের আমন্ত্রণ জানিয়েছেন।
এমন সময় ইউক্রেনের ফার্স্টলেডি মার্কিন কংগ্রেসে ভাষণ দিতে যাচ্ছেন, যখন দেশটির পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করেছে রাশিয়া। জাতিসংঘের তথ্যমতে, এ পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি বেসামরিক লোক নিহত এবং সাড়ে ছয় হাজার মানুষ আহত হয়েছেন। সূত্র : আনাদোলু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন