শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইউক্রেনে শত্রুতা বন্ধে গঠনমূলক ভূমিকা পালন করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২২, ৫:৪৭ পিএম

ইউক্রেনের সঙ্কট প্রসারিত হওয়ার প্রবণতা দেখাচ্ছে এবং চীন যুদ্ধবিরতির জন্য গঠনমূলক ভূমিকা পালন করবে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সোমবার এ তথ্য জানিয়েছেন।

ফরাসি প্রেসিডেন্টের কূটনৈতিক পরামর্শদাতা ইমানুয়েল বোনের সাথে ফোনালাপের পরে ওয়াং ই বলেন, ‘ইউক্রেন সঙ্কট দীর্ঘায়িত এবং জটিল হয়ে ওঠার প্রবণতা দেখিয়েছে, যা বিশ্ব দেখতে চায় না।’ তিনি বলেন, চীন প্রথম থেকেই শান্তি আলোচনাকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যুদ্ধবিরতি এবং শত্রুতা বন্ধের জন্য গঠনমূলক ভূমিকা পালনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে।

চীন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সক্রিয় মধ্যস্থতা প্রচেষ্টার প্রশংসা করে এবং সমর্থন করে, ওয়াং বলেন, চীন ‘বিশ্বাস করে যে ফ্রান্স শান্তি পুনরুদ্ধারে একটি প্রধান ইউরোপীয় দেশ হিসেবে অনন্য এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

মন্ত্রী বলেন, ইউক্রেন সঙ্কটের ফলে খাদ্য ও শক্তির ঘাটতি দেখা দিয়েছে, ‘বৈশ্বিক পুনরুদ্ধারের পাশাপাশি শান্তি ও স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ ও ঝুঁকি নিয়ে এসেছে।’ সূত্র: তাস।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন