শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজাপুরে ২৪ঘন্টায় ২ জনের নতুন করোনা শনাক্ত

রাজাপুর ( ঝালকাঠি) উপজেলা সংবাদদাতাঃ | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২২, ৭:৩০ পিএম

ঝালকাঠির রাজাপুর উপজেলায় গত ২৪ঘন্টায় ২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার রাজাপুর স্বাস্হ্য কমপ্লেক্স এর পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা গেছে- গত ২৪ ঘন্টায় ৬ জনের মধ্যে ২ জনের শরীরে কোভিট-১৯ সনাক্ত হয়েছে। স্বাস্হ্য বিভাগ সূত্রে জানা গেছে -- কোভিট আক্রান্ত ২ জনই রাজাপুর স্বাস্হ্য বিভাগের সিনিয়র স্টাফ নার্স।সকলে হোম কোয়ারেন্টারে রয়েছেন। পক্ষান্তরে রাজাপুর উপজেলার ৬ টি ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিস্ঠানে রোস্টার অনুযায়ী কোভিট-১৯ বুস্টার ডোজ স্বাস্থ্য করোনা টিকা প্রদান করছে। এ দিকে হাটে, বাজারে, অফিস, দোকান পাটে মাক্স ব্যবহারের নির্দেশনা দেয়া হলে ও মানছে ৯৫% মানুষ।রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান খান বলেন - স্বাস্হ্য সুরক্ষার প্রধান মাধ্যম মাক্স ব্যবহার করা।তিনি সকলকে মাক্স ব্যবহার এর অনুরোধ জানান।


এ দিকে রাজাপুরে স্বাস্হ্য বিধি লংঘন করেই অধিকাংশ হোটেল, মোটেল,ব্যবসা বানিজ্য, দোকানে, রেস্টুরেন্টে হাটে বাজারে বেচা কেনা চলছে হরদম।দেখার কেউ নেই।
সংশ্লিস্টদের ধারনা এ ভাবে চলতে থাকলে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়বে বলে আশংকা। এ ব্যাপারে দ্রুত উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন