শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তেহরান-আঙ্কারা বৈজ্ঞানিক সহযোগিতা মুসলিম দেশগুলোর জন্য রোল মডেল

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২২, ৯:০৯ পিএম

তুরস্কের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা কাউন্সিলের (টুবিটাক) সভাপতি হাসান মন্ডল বলেছেন, বৈজ্ঞানিক সহযোগিতা সম্প্রসারণের জন্য ইরান ও তুরস্কের ইচ্ছা অন্যান্য ইসলামি জাতির জন্য একটি রোল মডেল হতে পারে।

দুই দেশের জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তুর্কি কর্মকর্তা আরও বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি পার্কও সম্পর্ক বাড়াতে পারে। খবর বার্তা সংস্থা আইআরএনএ এর।

হাসান মন্ডল তেহরানে ইরানের বিজ্ঞান উপমন্ত্রী ভাহিদ হাদ্দাদি-আসলের সাথে এক বৈঠকে এই মন্তব্য করেন। এসময় তিনি সহযোগিতার স্তরকে উন্নত করতে বিশ্ববিদ্যালয় এবং বৈজ্ঞানিক কেন্দ্রগুলিকে সহায়তা করতে শিল্প প্রতিষ্ঠিানগুলোর প্রতি আহ্বান জানান।

ইরানি কর্মকর্তা বলেন, দুই দেশ যৌথভাবে ৪৭টি গবেষণা প্রকল্প পরিচালনা করছে এবং উভয় পক্ষই বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে পানি খাতে আরও ৩০টি প্রকল্প যুক্ত করতে প্রস্তুত।

সূত্র: তেহরান টাইমস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন