শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সাতকানিয়ায় ঘর পেয়েছেন ২০ গৃহহীন পরিবার

সাতকানিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২২, ১২:০২ এএম

মুজিববর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান কার্যক্রমের আওতায় চট্টগ্রামের সাতকানিয়ায় আরও ২০টি পরিবার ঘর পেয়েছেন। গত বৃহস্পতিবার সকালে তৃতীয় পর্যায়ে (২য় ধাপে) দেশের ২৬ হাজার ২২৯টি পরিবারকে জমিসহ ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘরপ্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে সকাল ১০টায় শুরু হয়। অনুষ্ঠানে ভূমিহীন ও গৃহহীন ২০ পরিবারকে ঘরের চাবি ও জমির দলিল বুঝিয়ে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা। এসময় সাতকানিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন উপজেলা হিসেবে ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, মহিলা ভাইস-চেয়ারম্যান আনজুমান আরা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা, সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, নির্বাচন কর্মকর্তা আবু তালেব মন্ডল, ওসি শফিক, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি মাহফুজ-উন-নবী খোকন, সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডি সদস্য মোহাম্মদ কামাল উদ্দীন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন