বুধবার ০৯ অক্টােবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১, ০৫ রবিউস সানী ১৪৪৬ হজিরী

কর্পোরেট

১১ মার্চ ঢাকায় আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন

প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : আগামী ১১ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রধান অতিথি থাকবেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস বার্নিকাট। শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসএইচআরএমের সভাপতি মো. মোশাররফ হোসেন, বিএসএইচআরএম-মেটলাইফ আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন ২০১৬-এর সভাপতি মাশেকুর রহমান খান এবং সম্মেলন সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। সংবাদ সম্মেলনে বলা হয়, সম্মেলনে দেশ-বিদেশের প্রায় এক হাজার মানবসম্পদ পেশাজীবী অংশগ্রহণ করবেন। আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলনে অতিথি বক্তা হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ান হিউম্যান রিসোর্স ইনস্টিটিউটের সিইও লিন গুডিয়ার সি, ওয়ার্ল্ড ফেডারেশন অব পিপল ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের সদ্য বিদায়ী সভাপতি আরনেস্তো জি এস্পিনোসা, ন্যাশনাল ইনস্টিটিউট অব পারসোনাল ম্যানেজমেন্ট, ভারতের সভাপতি সোমেস দাসগুপ্তা প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন