বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কলারোয়া পৌর সভার মেয়র আক্তারুল ইসলাম গ্রেফতার

কলারোয়া (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৬, ৪:৩৭ পিএম

গতকাল কলারোয়া পৌর সভা কার্যালয় থেকে সাদা পোশাকধারী পুলিশ মেয়র আক্তারুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করেছে। প্রতক্ষ্যদর্শী এক পৌর কর্মচারীরা জানায়, বেলা আনুমানিক পৌনে ১টার দিকে সাদা পোশাক পরা দুই ব্যক্তি পৌর কার্যালয়ে প্রবেশ করে কথা বলার জন্য বাইরে আসতে বলে। এসময় মেয়র তাদের পরিচয় জানতে চাইলে তারা কলারোয়া থানার পুলিশ বলে জানায়। মেয়র পৌর কার্যালয়ের বাইরে এলে সাদা পোশাকধারী পুলিশ জানায় কলারোয়া থানার ওসি তাকে থানায় নিয়ে যেতে বলেছে। মেয়র সাদা পোশাকের পুলিশের সংগে থানায় গেলে মেয়র আক্তারুল ইসলামকে আটক করা হয় বলে পৌরসভা সূত্রে জানা গেছে। এব্যাপারে কলারোয়া পুলিশ জানায়, নাশকতার মামলায় পৌর মেয়রকে আটক করা হয়েছে। তবে মেয়রের পারিবারিক সূত্র জানায়, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ী বহরে হামলার মামলাসহ সমস্ত মামলায় জামিন নিয়ে এসে নির্বাচন করে আক্তারুল ইসলাম দ্বিতীয়বারের মত কলারোয়া পৌর সভার মেয়র নির্বাচিত হয়েছেন। এরপরে মামলা হওয়ার মত আর কোন ঘটনা কলারোয়ায় সংঘটিত হয় নি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন