বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ন্যাটোর সদস্যপদ আটকে দেয়ার হুমকি তুরস্কের

সুইডেনে কুর্দি সংগঠনের মিছিল-সমাবেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

সুইডেনের গোথেনবার্গ শহরে একটি কুর্দি গোষ্ঠীর মিছিল-সমাবেশের কড়া প্রতিবাদ করেছে তুরস্ক। আঙ্কারায় নিযুক্ত সুইডেনের শীর্ষ পর্যায়ের একজন ক‚টনীতিককে তলব করে শনিবার তুরস্ক এর প্রতিবাদ জানায়। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় আঙ্কারায় সুইডিশ দূতাবাসের অন্তর্বর্তী প্রধানকে তলব করে কুর্দি গোষ্ঠীর ওই বিক্ষোভের ব্যাপারে প্রচন্ড রকমের অসন্তুষ্টি জানায়। তুরস্ক কুর্দি সংগঠনগুলোকে সন্ত্রাসী বলে মনে করে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “সুইডেন ও ফিনল্যান্ডের সঙ্গে যে চুক্তি হয়েছে তার আলোকে আমরা আশা করি গেথেনবার্গ শহরে কুর্দি সন্ত্রাসীরা যে সমাবেশ ও মিছিল করেছে সে ব্যাপারে সুইডিশ সরকার প্রয়োজনীয় আইন এবং বিচারিক ব্যবস্থা গ্রহণ করবে।” তুরস্কের সঙ্গে সুইডেনের নতুন করে এই টানাপড়েন এমন সময় শুরু হল যখন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান হুমকি দিয়েছেন যে, সুইডেন এবং ফিনল্যান্ড যদি কুর্দি সন্ত্রাসীদেরকে সমর্থন দেয়া বন্ধ না করে তাহলে তাদের ন্যাটো সামরিক জোটে অংশগ্রহণের বিষয়টি তার সরকার আটকে দেবে। গত মাসে স্পেনের মাদ্রিদ শহরে তুরস্ক, সুইডেন এবং ফিনল্যান্ডের মধ্যে একটি চুক্তি হয় যার আওতায় সুইডেন এবং ফিনল্যান্ড কুর্দিদের প্রতি সমর্থন দেয়া বন্ধ ও তুরস্ককে অস্ত্র সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়। বিপরীতে, তুরস্ক ন্যাটো সদস্য পদের জন্য ওই দুই দেশের ব্যাপারে আপত্তি তুলে নেয়। গোথেনবার্গ শহরে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছে তুরস্কের নিষিদ্ধ ঘোষিত পিকেকে এবং আরো কয়েকটি কুর্দি সংগঠন। গোথেনবার্গ শহরের বেশকিছু গুরুত্বপূর্ণ স্থানে এসব সংগঠন তাদের দলীয় পতাকা টাঙিয়ে দেয়। তুর্কি প্রেসিডেন্ট এরদোগান চলতি সপ্তাহে বলেছেন, যদি সুইডেন এবং ফিনল্যান্ড মাদ্রিদ চুক্তির শর্ত পূরণ না করে তাহলে ন্যাটো জোটের সদস্য পদের জন্য তারা যে আবেদন করেছে তা আটকে দেবে আঙ্কারা। তিনি বলেছেন, এই বিষয়ে বিশেষ করে সুইডেনের ভাবমর্যাদা মোটেই ভালো নয়। গত মাসে স্পেনের মাদ্রিদ শহরে তুরস্ক, সুইডেন এবং ফিনল্যান্ডের মধ্যে একটি চুক্তি হয় যার আওতায় সুইডেন এবং ফিনল্যান্ড কুর্দিদের প্রতি সমর্থন দেয়া বন্ধ ও তুরস্ককে অস্ত্র সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়। বিপরীতে, তুরস্ক ন্যাটো সদস্য পদের জন্য ওই দুই দেশের ব্যাপারে আপত্তি তুলে নেয়। গোথেনবার্গ শহরে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছে তুরস্কের নিষিদ্ধ ঘোষিত পিকেকে এবং আরো কয়েকটি কুর্দি সংগঠন। গোথেনবার্গ শহরের বেশকিছু গুরুত্বপূর্ণ স্থানে এসব সংগঠন তাদের দলীয় পতাকা টাঙিয়ে দেয়। এছাড়াও মিছিলে অংশ নেয়া লোকজন যে ব্যানার বহন করেছে তাতে লেখা ছিল- আমরা সবাই পিকেকে। তুর্কি প্রেসিডেন্ট এরদোগান চলতি সপ্তাহে বলেছেন, যদি সুইডেন এবং ফিনল্যান্ড মাদ্রিদ চুক্তির শর্ত পূরণ না করে তাহলে ন্যাটো জোটের সদস্য পদের জন্য তারা যে আবেদন করেছে তা আটকে দেবে আঙ্কারা। রয়টার্স, ইয়েনি শাফাক।


জীবন ধারণ খরচ বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
জীবন ধারণের খরচ বৃদ্ধি ও আবহাওয়া পরিবর্তনের বিরুদ্ধে লন্ডনের গণবিক্ষোভে অংশ নিয়েছেন লেবার পার্টির সাবেক এমপি জেরেমি করবিন। শনিবার মধ্য লন্ডনে কয়েক শত বিক্ষোভকারীর সঙ্গে যোগ দেন তিনি। এই বিক্ষোভ থেকে আবহাওয়া পরিবর্তন ও জীবন ধারণের খরচ বৃদ্ধির বিরুদ্ধে সরকারকে পদক্ষেপ নিতে আহবান জানানো হয়। বিক্ষোভে অংশ নেন বিভিন্ন গ্রুপের সদস্যরা। এর মধ্যে আছে জাস্ট স্টপ অয়েল, ইনসুলেট বৃটেন এবং পিস অ্যান্ড জাস্টিস প্রজেক্ট। শেষ সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন জেরেমি করবিন। শহরের বিভিন্ন অংশে সমবেত হয়ে খন্ড খন্ড মিছিল গিয়ে সমবেত হয় মধ্য লন্ডনে ওয়েস্টমিনস্টারে পার্লামেন্ট স্কয়ার চত্বরে। বিক্ষোভ নিয়ে একটি টুইট করেছেন জেরেমি করবিন। এতে তাকে দেখা যায় জাস্ট স্টপ অয়েল-এর একটি ব্যানার হাতে বিক্ষোভ করছেন। এ ছাড়া বিক্ষোভের আরও ছবি পোস্ট করেছেন তিনি। টুইটে লিখেছেন, এই শরতে আমরা লড়াইয়ে ফিরছি। বিক্ষোভ শুরুর আগে জেরেমি করবিন বলেন, চারদিক খুব গরম। আর সবকিছুর দাম অনেক। এটাই সংকট। এখন আপনি জীবন ধারণ এবং আবহাওয়ার পরিবর্তনকে আলাদা করতে পারবেন না। এই পুরো সিস্টেম বিলিয়নিয়ার সৃষ্টি করেছে। শত কোটি মানুষকে রেখেভে অনাহারে। এটাই সংকট। এর সমাধান নেই। একে অতিক্রম করতে হবে। এ অবস্থাকে পাল্টে ফেলতে হবে। অনলাইন আইনিউজ।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন