বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

টাই কি পরতেই হবে? ফরাসি পার্লামেন্টে হঠাৎ বিতর্ক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২২, ৯:৩১ এএম

বিতর্ক তৈরি করার মতো বা আলোচনার মতো অনেক বিষয়ই আছে ফ্রান্সে। কিন্তু তা সত্ত্বেও সেখানে যে পোশাকবিধি নিয়ে সরগরম সে দেশের পার্লামেন্ট, তার কারণ আছে।


ফ্রান্সে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বৃদ্ধি ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সহযোগীদের সার্বিক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিতর্ক চলছে। এ সময়ে পার্লামেন্ট সদস্যরা কী পরেছেন, ফরাসি পার্লামেন্টে সেটি বড় কোনো বিতর্কের বিষয় হতে পারে না হয়তো। কিন্তু, এই অধিবেশনে এমপিদের টাই পরে আসা উচিত কি না- এই প্রশ্ন নিয়েই সেখানে কয়েক দিন ধরে জোরালো বিতর্ক চলছে।

বামপন্থী ও গ্রিনদের নিয়ে গঠিত নিউ ইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল পপুলার ইউনিয়ন (এনইউপিইএস) জোট গত মাসের পার্লামেন্ট নির্বাচনে ভালো ফল করেছে। এই জোটের শরিক উগ্র বামপন্থী দল ফ্রান্স আনবাউড (এলএফআই)-এর উল্লেখযোগ্য সংখ্যক সদস্যের পার্লামেন্টে উপস্থিতি এই বিতর্ক সৃষ্টি করেছে।

আসলে এই এলএফআইয়ের অনেক এমপি'ই পার্লামেন্টে টাই পরে আসা পছন্দ করেন না। এ নিয়ে কিছু ডানপন্থী এমপি তাদের শঙ্কার কথাও ব্যক্ত করেন। এলএফআইয়ের পরিচিত তরুণ এমপিদের অনেকেই সব সময় টাই ছাড়া থাকেন।

এই পরিস্থিতিতে পার্লামেন্টে 'টাই পরার বাধ্যবাধকতা' আরোপের দাবি জানিয়ে স্পিকারকে চিঠি দিয়েছেন ডানপন্থী রিপাবলিকান এমপি এরিক সিওটি। নির্দিষ্ট কিছু এমপির, বিশেষ করে, এলএফআইয়ের এমপিদের পার্লামেন্টে আরো বেশি মাত্রায় ক্যাজুয়াল বা ঘরোয়া পোশাক পরার সুযোগ ঠেকাতে তিনি এই চিঠি দিয়েছেন। টাই পরা তাদের প্রতিষ্ঠান ও তাদের জনগণের জন্য সম্মানের নিদর্শন বলে বর্ণনা করেন তারা।


এদিকে এলএফআই এ বিষয়ে চিঠি দিয়ে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। তারা বলেছে, অধিবেশনে 'পোশাক কাউকে এমপি করে না!
সূত্র : জি নিউজ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন