শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

কুস্তির চ্যাম্পিয়ন সেনাবাহিনী-আনসার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২২, ১২:০২ এএম

সার্ভিসেস কুস্তির পুরুষ বিভাগে আনসার ও নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনী। সোমবার শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে শেষ হওয়া তিন দিনব্যাপী টুর্নামেন্টের পুরুষ বিভাগে আনসার পাঁচটি করে স্বর্ণ ও ব্রোঞ্জ জিতে সেরা হয়। এই বিভাগে রানার্সআপ সেনাবাহিনী জিতেছে তিনটি স্বর্ণ, পাঁচটি রুপা ও একটি ব্রোঞ্জ। অন্যদিকে নারী বিভাগে ছয়টি স্বর্ণ ও তিনটি রুপা জিতে চ্যাম্পিয়ন হয় সেনাবাহিনী। রানার্সআপ আনসার জেতে চারটি স্বর্ণ ও ছয়টি রুপা। খেলা শেষে বিজয়ীতে হাতে পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক ওয়ালটনের এফএম ইকবাল বিন আনোয়ার। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান ও যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন