শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আবর্জনা থেকে কোটি টাকার সোনা উদ্ধার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২২, ১১:০৭ এএম | আপডেট : ৩:০৬ পিএম, ২৬ জুলাই, ২০২২

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের আবর্জনা থেকে এক কেজি ১৬ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। এসব সোনার আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা।

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ৮টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার থেকে আসা বিমানের ফ্লাইটের আবর্জনার ট্রলি থেকে পরিত্যক্ত অবস্থায় এসব সোনা উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাতার থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটিতে স্বর্ণের চালান আসার বিষয়ে সতর্ক অবস্থানে ছিল কাস্টমস কর্তৃপক্ষ। ফ্লাইট থেকে সব যাত্রী নেমে গেলেও স্বর্ণের চালান খুঁজে না পাওয়ায় কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে আবর্জনার ট্রলি স্ক্যান করে ১০টি সোনার বার উদ্ধার করা হয়।

এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন