শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শপথ নিলেন পরৈকোড়া ইউপি চেয়ারম্যান বাবুল

আনোয়ারা(চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২২, ৭:২৭ পিএম

শপথ গ্রহণ করেছেন জেলা প্রশাসক মমিনুর রহমান


চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৯নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী বাবুল গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ গ্রহণ করেছেন। চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান তাঁকে শপথ বাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, পরৈকোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম মামুন, দক্ষিণ জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি আলমগীর তালুকদারসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদক বৃন্দ।

শপথ নেওয়ার পর চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী বাবুল বলেন, জনগণ যে দায়িত্ব দিয়েছে তা পালন করার চেষ্ঠা করব।

উল্লেখ্য গত ৫ জানুয়ারি পঞ্চমধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী আশরাফের মৃত্যু হলে গত ১৫ ই জুন পরৈকোড়া ইউনিয়নের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আজিজুল হক চৌধুরী বাবুল বিপুল ভোটে জয় লাভ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন