শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

বৈজ্ঞানিক সহযোগিতা বাড়াবে ইরান-তুরস্ক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২২, ৭:৪২ পিএম

ইরান ও তুরস্ক দুই দেশের মধ্যে বৈজ্ঞানিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়েছে।

ইরানের বিজ্ঞান মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী ওয়াহিদ হাদ্দাদি-আসল এবং তুরস্কের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা কাউন্সিলের (তুবিতাক) সভাপতির মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উভয় পক্ষই দুই দেশের মধ্যে বৈজ্ঞানিক সহযোগিতা বাড়ানোর উপর জোর দেয়।

ইরান ও তুরস্কের মধ্যকার সম্পর্কের দীর্ঘ ইতিহাসের কথা উল্লেখ করে হাদ্দাদি-আসল বলেন, আমরা দুই দেশের মধ্যে বৈজ্ঞানিক, গবেষণা ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করতে প্রস্তুত এবং এক্ষেত্রে অতীতের ধারা অব্যাহত রেখে আমরা নতুন পথ তৈরির ওপর জোর দিচ্ছি।

তিনি বলেন, বর্তমানে, ইরান এবং তুরস্কের মধ্যে ৪৭টি যৌথ গবেষণা প্রকল্প চলমান রয়েছে এবং আমরা এক বছরের মধ্যে বিদ্যমান প্রকল্পগুলিতে আরও ৩০টি গবেষণা প্রকল্প যুক্ত করতে প্রস্তুত।

সূত্র: মেহর নিউজ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন