সুনামগঞ্জের দোয়ারাবাজারে বীর মুক্তিযোদ্ধা গোষ্ঠ বিহারী তালুকদারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদন শেষে পারিবারিক শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
মঙ্গলবার রাতে নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা গোষ্ঠ বিহারী তালুকদার (৮৫) পরলোক গমন করেন। তিনি উপজেলার মান্নারগাঁও গ্রামের মৃত গোপেন্দ্র তালুকদারের পুত্র। মৃত্যুকালে স্ত্রী, তিন পুত্র, দুই কন্যা, নাতি-নাতনীসহ শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। এসময় দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধরসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন