বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ভারতকে হারিয়ে শুরু অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২২, ১২:০২ এএম

কমনওয়েলথ গেমসের আসরে দীর্ঘ ২৪ বছর পরে ফিরল ক্রিকেট। ১৯৯৮ সালে কুয়ালালামপুরে একবার মাত্র কমনওয়েলথ গেমসে দেখা গিয়েছিল ব্যাট-বলের লড়াই। সেবার শন পোলকের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা দল স্টিভ ওয়াহর অস্ট্রেলিয়াকে হারিয়ে সোনা জিতেছিল। এবার প্রথম বারেরমতো খেলা হচ্ছে শুধুমাত্র মেয়েদের টি-২০ ফরম্যাটে। যার উদ্বোধনী ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে প্রায় জিততে জিততে হারতে হয়েছে ভারতকে। ৮ উইকেটে ১৫৪ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া একসময় ১১০ রানে ৭ উইকেট হারিয়ে বসেছিল। সেখান থেকে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে জয় এনে দেন অ্যাশলেই গার্ডনার। ১৯ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৭ রান তুলে ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া। ৬ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জেতেন ল্যানিংরা।

৯টি বাউন্ডারির সাহায্যে ৩৫ বলে ৫২ রান করে নট-আউট থাকেন গার্ডনার। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ১৮ রান করে নট-আউট থেকে যান অ্যালানা কিং। ভারত হারায় ব্যর্থ হয় রেনুকার দুর্দান্ত বোলিং।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন