চাঁদাবাজীর অভিযোগে দুই শ্রমিককে আটকের প্রতিবাদে ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা কোন ঘোষনা ছাড়াই দিনাজপুরে ধর্মঘট শুরু করেছে। শনিবার সন্ধায় শহরের প্রবেশ মুখগুলিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বাস, ইজিবাইকসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এ ব্যাপারে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, কাহারোলের গরু হাটে শ্রমিক ইউনিয়নের নামে নছিমন ভটভটির কাছ থেকে চাদা আদায় করছিল দুই ব্যক্তি। তারা প্রকৃতঅর্থে শ্রমিক ইউনিয়নের নামে টাকা নিচ্ছিল কিনা তা যাচাইয়ের জন্য দুই যুবককে থানায় নিয়ে আসা হয়। এরই প্রতিবাদে ঘোষনা ছাড়াই এই ধর্মঘটের ডাক দেয়া হয়। এ রিপোট লেখা পর্যন্ত শ্রমিকরা শহরের বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন