শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিরলে বজ্রপাতে ১ নারী শ্রমিক নিহত আহত ২ নারী শ্রমিক।

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২২, ৮:০২ পিএম

দিনাজপুরের বিরলে বজ্রপাতে ১ নারী শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরোও ২ নারী শ্রমিক। নিহত নারী শ্রমিক উপজেলার মঙ্গলপুর ইউপি’র রুদ্রপুর গ্রামের মরিমল চন্দ্র রায়ের স্ত্রী শান্তনা বালা রায় (৩৫)। আহতরা হলেন, একই গ্রামের স্বর্ণ চন্দ্র রায়ের সকালী বালা রায় (৩৮) ও শুসেন চন্দ্র রায়ের স্ত্রী হৈমন্তি বালা রায় (৩৪)।
জানাগেছে, শনিবার বিকাল ৪ টার দিকে বাড়ীর পাশে মাঠে আমন রোপা বপনের কাজ করার সময় বজ্রপাত হলে নারী শ্রমিক শান্তনা বালা ঘটনা স্থলেই মারা যায়। এসময় এক সাথে কাজ করা নারী শ্রমিক সকালী বালা ও হৈমন্তি বালা বজ্রপাতে আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে পাশ্ববর্ত্তী কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করে। আহত ২ নারী শ্রমিক চিকিৎসাধীন রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন