শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৯০ ভাগ সম্ভাবনা লিজ ট্রাসের

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দৌড়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২২, ১২:১১ এএম

ঋষি না লিজ ট্রাস, বরিস জনসনের উত্তরসূরী হয়ে কে যাবেন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে? টেমসের তীরে গত কয়েকদিন ধরে এই নিয়ে চলছে জোর জল্পনা। সর্বশেষ সমীক্ষা অনুযায়ী, কনজারভেটিভ দলের ৮৯.২৯ শতাংশ সদস্য ভোট দেবেন বর্তমান বিদেশ ও কমনওয়েলথমন্ত্রী লিজ ট্রাসকে।

অন্যদিকে প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি পেতে পারেন মাত্র ১০ শতাংশ ভোট। এতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী পদের জন্য ভোট দিচ্ছিলেন কনজারভেটিভ দলের এমপিরা। এবার প্রধানমন্ত্রী নির্বাচন করবেন কনজারভেটিভ দলের সদস্যরা। বর্তমানে ব্রিটিনের এই রক্ষণশীল দলের সদস্য সংখ্যা প্রায় ২ লাখ। সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, তাঁদের মধ্যে ঋষির চেয়ে ট্রাসের জনপ্রিয়তা অনেক বেশি। আর এই পরিসংখ্যান সত্যি হলে প্রথম ভারতীয় বংশোদ্ভূতর ব্রিটিনের কুর্সিতে বসার স্বপ্ন অধরাই থেকে যাবে।

কনজারভেটিভ দলের মধ্যে থেকে প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে ব্রিটেন জুড়ে চলছে বিতর্কসভা। সম্প্রতি এরকমই একটি বিতর্ক সভায় লিজ আশ্বাস দেন, ক্ষমতা পেলে করের ক্ষেত্রে বিশাল অঙ্কের ছাড় দেবেন তিনি। তার দাবি, মহামারীর জেরে ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে এই পদক্ষেপ খুবই জরুরি। পালটা ঋষির যুক্তি, অবাস্তব কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী। এভাবে কর ছাড় দিলে পরবর্তীকালে নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে। সূত্রের খবর, এরপরই চড়চড় করে বাড়তে থাকে লিজের জনপ্রিয়তা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন