শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আওয়ামী লীগের আয় বেড়েছে দ্বিগুণ, কমেছে ব্যয়

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২২, ১১:১০ এএম

এক বছরে আওয়ামী লীগের আয় আগের বছরের তুলনায় বেড়ে দ্বিগুণ হয়েছে। এছাড়া গত বছর ব্যয়ের পরিমাণ আগের বছরের তুলনায় কমেছে।

নির্বাচন কমিশনে দেওয়া আর্থিক প্রতিবেদনে গত বছরে আওয়ামী লীগ আয় দেখিয়েছে ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণ। ২০২০ সালে আওয়ামী লীগের আয় হয়েছিল ১০ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৫৩৩ টাকা। সে হিসাবে ২০২০ সালের তুলনায় ২০২১ সালে দলটির ১০ কোটি ৯০ লাখ দুই হাজার ৫৭৩ টাকা বেশি আয় হয়েছে।

আর বছরজুড়ে ব্যয় করেছে ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা, যা আগের বছরের ব্যয়ের তুলনায় কম। ২০২০ সালে দলটির ব্যয় হয়েছিল ৯ কোটি ৯৪ লাখ ৪৯ হাজার ৯৩১ টাকা। সে হিসাবে ২০২০ সালের তুলনায় ২০২১ সালে দলটির ব্যয় কমেছে ৩ কোটি ৬৪ লাখ ৩০ হাজার ৭৯ টাকা।

মোট আয়-ব্যয়ের হিসাব করলে দলটির ব্যয়ের তুলনায় আয় বেশি প্রায় চারগুণ।

সকালে নির্বাচন কমিশনের সচিব হুমায়ূন কবীর খোন্দকারের কাছে এক বছরে আওয়ামী লীগের আয়-ব্যয়ের হিসাব জমা দেন দলটির কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান।

প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে আওয়ামী লীগের আয় হয়েছে ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা। এর বিপরীতে ব্যয় হয়েছে ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব দলগুলোকে নির্বাচন কমিশনে জমা দিতে হয়। বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৩৯টি।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী পরপর তিন বছর দলের আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন