বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গাড়িভর্তি নগদ টাকা উদ্ধার করল পুলিশ ব্যাংক জালিয়াতের বাড়িতে হেলিকপ্টার

পুলিশের হাতে আটক হন রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২২, ১২:০৮ এএম

ভারতের সবচেয়ে বড় ব্যাংক জালিয়াতির তদন্তে অভিযুক্তের বাড়িতে হানা দিয়ে পাওয়া গেলো আস্ত হেলিকপ্টার। তাও যে সে কপ্টার নয়, বিতর্কিত অগুস্তা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার। দিওয়ান হাউসিং ফিন্যান্স লিমিটেডে (ডিএইচএফএল) ৩৪ হাজার কোটি টাকার জালিয়াতি মামলায় অভিযুক্ত অবিনাশ ভোঁসলের পুণের বাড়িতে হানা দেয় সিবিআই। সেখান থেকে এ হেলিকপ্টার বাজেয়াপ্ত করা হয়। সংবাদ সংস্থা সূত্রে খবর, অবিনাশ ভোঁসলের বাড়ির একটি বিলাসবহুল ঘরের মধ্যে হ্যাঙ্গার করা ছিল। তাতেই ছিল কপ্টারটি। এ জালিয়াতি মামলার তদন্তে নেমে গত কয়েক দিন ধরেই একাধিক এলাকায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ব্যাংক প্রতারণা মামলায় ২০ জুন ডিএইচএফএলের প্রাক্তন শীর্ষ কর্মকর্তা কপিল ওয়াধাওয়ান, দীপক ওয়াধাওয়ানদের অভিযুক্ত করে সিবিআই। চলতি মাসের শুরুতে তাদের কাছ থেকে এক কোটিরও বেশি টাকার ২৫টি ঘড়ি, ৩৮ কোটি টাকার ৫৬টি ছবি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সে বাজেয়াপ্তের তালিকায় অগুস্তা কপ্টারের নাম উঠে আসায় শোরগোল পড়ে গেছে। উল্লেখ্য, ইউপিএ জমানায় অগুস্তা কপ্টার কেনাবেচায় দুর্নীতির অভিযোগ ওঠে। যা ঘিরে সরগরম হয় রাজনীতির ময়দান। পাল্টা আক্রমণে নেমেছিল কংগ্রেসও। তাদের দাবি ছিল, বাজপেয়ী জমানাতেই ওই কপ্টার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কংগ্রেসের আমলে চুক্তি সম্পন্ন হয়েছিল মাত্র। টিওআই।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন