মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মোশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

| প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বেলুচিস্তান হাইকোর্ট। বেলুচিস্তানের জাতীয়তাবাদী নেতা নওয়াব আকবর খান বুগতি হত্যা মামলায় গত সোমবার এই পরোয়ানা জারি করা হয়। পাকিস্তানের জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পাকিস্তানের সন্ত্রাসবিরোধী একটি আদালত বুগতি হত্যা মামলায় পারভেজ মোশাররফকে খালাস দিয়েছিলেন। ওই রায়ের বিরুদ্ধে বেলুচিস্তান হাইকোর্টে আপিল করা হয়। বেলুচিস্তানের সাবেক গভর্নর বুগতি ২০০৬ সালে একটি গুহায় আত্মগোপনে থাকা অবস্থায় ভয়াবহ বিস্ফোরণে নিহত হন। তখন পাকিস্তানের ক্ষমতায় ছিলেন মোশাররফ। বুগতি নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা হয়। ২০১২ সালে মোশাররফসহ উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন দেশটির সন্ত্রাসবিরোধী একটি আদালত। একপর্যায়ে তথ্যপ্রমাণের অভাব ও স্বাস্থ্যগত কারণে ওই আদালত মোশাররফকে জামিনও দেন। পরে একই আদালত তাকে খালাস দেন। জিও নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন