বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মাঙ্কিপক্সে মৃতের সংখ্যা বাড়তে পারে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২২, ১২:১০ এএম

মাঙ্কিপক্সে মৃত্যুহার বেড়ে চলেছে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপের অফিস জানিয়েছে, মাঙ্কিপক্সে মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদনে বলা হয়, আফ্রিকার বাইরে মাঙ্কিপক্সের করাল গ্রাস সত্ত্বেও গুরুতর জটিলতার নিদর্শন বিরল। এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউরোপের জ্যেষ্ঠ কর্মকর্তা স্মলউড বলেন, ইউরোপে সংক্রমণপ্রবাহ থামানোই আমাদের প্রধান লক্ষ্য। তবে অধিকাংশ ঘটনায় দেখা গিয়েছে, চিকিৎসা ছাড়াই এ থেকে আরোগ্য লাভ করছে আক্রান্তরা। মাঙ্কিপক্সে মৃত্যুহারের তথ্য ইউরোপে ভাইরাসটির সংক্রমণ সম্পর্কে আমাদের মূল্যায়নে কোনো ধরনের পরিবর্তন আনতে পারে না। সম্প্রতি মাঙ্কিপক্সে দ্বিতীয় মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্প্যানিশ স্বাস্থ্য মন্ত্রণালয়। এর একদিন আগেই স্পেন ও ব্রাজিলে ভাইরাসটিতে প্রথম মৃত্যুর খবর প্রকাশ করা হয়। তবে মৃত্যুর কোনো সুনির্দিষ্ট কারণ দর্শাননি স্পেনের কর্মকর্তারা। অন্যদিকে ব্রাজিলের কর্মকর্তারা জানান, মৃতের আরো কিছু গুরুতর স্বাস্থ্যজনিত সমস্যা ছিল। স্মলউড জানান, সাধারণত গুরুতর ব্যথা থেকে মুক্তি পেতে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয় রোগীদের। খুব অল্পসংখ্যক রোগীর ক্ষেত্রেই গুরুতর জটিলতা মৃত্যুর হুমকি হয়ে দাঁড়ায়। মাঙ্কিপক্স প্রথম শনাক্ত হয় আফ্রিকা অঞ্চলে। তবে সম্প্রতি ভাইরাসটির সংক্রমণ বাড়ায় আলোচনায় আসে মাঙ্কিপক্স। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, চলতি বছরের মে মাসের শুরু থেকে আফ্রিকার বাইরে সমগ্র বিশ্বে ১৮ হাজার মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে অধিকাংশই ইউরোপীয়। গত সপ্তাহে মাঙ্কিপক্সের সংক্রমণকে বৈশ্বিক জরুরি স্বাস্থ্যগত অবস্থা বলে ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রোগের প্রাথমিক উপসর্গ হলো প্রচণ্ড জ্বর, মাংসপেশিতে ব্যথা, শরীরে অবসাদ এবং গুটিবসন্তের মতো শরীরে গুটি বা ফুসকুড়ি ওঠা। সাধারণত আরোগ্যলাভের সময় দু-তিন সপ্তাহ পর্যন্ত। তবে কখনো কখনো তা এক মাস পর্যন্ত গড়ায়। ন্যাশনাল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন