শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংবিধান সংশোধন প্রয়োজন

বনানী কার্যালয়ে জি এম কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২২, ১২:১৬ এএম

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সংবিধান সংশোধন করতে হবে।

এখনো অনেক সময় আছে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী এনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার। রাজধানীর বনানীতে গতকাল এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এদিন বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে জি এম কাদেরের হাতে ফুল দিয়ে অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সাঈদ আখতার নেওয়াজী জাতীয় পার্টিতে যোগ দেন।

জিএম কাদের বলেন, আওয়ামী লীগ ও বিএনপি সংবিধানে বারবার পরিবর্তন এনে এক ব্যক্তির হাতে সব ক্ষমতা দিয়েছে। এ দুই দলের প্রতিহিংসার রাজনীতির কারণে দেশে ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে।
আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনা করে জাপা চেয়ারম্যান বলেন, এ দুটি দলের প্রতিহিংসার রাজনীতির কারণে পরিস্থিতি এমন হয়েছে যে, আগামী নির্বাচনে যে দল পরাজিত হবে তারাই যেন নিশ্চিহ্ন হয়ে যাবে। এমন বাস্তবতা সুষ্ঠু রাজনীতি চর্চার অন্তরায়। তিনি বলেন, মানুষ নির্বাচনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। দেশের মানুষ এখন আর ভোটকেন্দ্রে যেতে চায় না। নির্বাচনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। এসময় দলটির শীর্ষ নেতাদের অনেকে উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন