জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন দেশের সকল জেলা সমুদ্র ও নদী বন্দর রেল সংযোগের আওতায় আনতে হবে। মাগুরা সদর উপজেলার ঠাকুরবাড়ীতে মাগুরা মধুখালী নির্মানাধীন রেল সয়যোগের রেল স্টেশন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে রেল মন্ত্রী নুরল ইসলাম সুজন এ কথা বলেন। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মুন্সী রেজাউল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্রশাসক পঙ্কজ কুমার কুন্ডু, প্রকল্পের প্রকল্প পরিচালক আসাদুল হক। প্রধান অতিথি বলেন, উন্নত রাষ্ট্রের স্বপ্ন দেথতে হলে উন্নত যোগাযোগ স্থাপন জরুরী এটা বুঝতে পেরে প্রধানমন্ত্রী রেল মন্ত্রনালয় স্থাপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে প্রতিটা জেলা নদী ও সমুদ্রবন্দরের সাথে রেল যোগাযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে। আমরা সে স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, মাগুরা জেলার মানুষ আগামী জুনের মধ্য মাগুরা থেকে পদ্মা সেতু হয়ে রেল যোগে ঢাকায় যেতে পারবে। দেশ শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃতববে এগিয় যাচ্ছে। এ অগ্রযাত্রা কেউ ব্যহত করতে পারবেনা।ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ জনগনকে সাথে নিয়ে প্রতিহত করে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখবে। মন্ত্রী বলেন, রেল তার নিজস্ব লাইন দিয়ে যায় রেল নিজস্ব লাইন দিয়ে যায়, এ লাইন যারা ক্রস করে দায়িত্ব তাদের। কিন্তু দায় আসে রেল কতৃপক্ষের। নিরাপত্তার জন্য সচেতন হতে হবে সমালোচনা করে এরসমাধান হবেনা। অনুষ্ঠানে প্রধান বক্তা স্থানীয় সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখর তার ভাষনে বলেন, মাগুরায় রেল সংযোগ মাগুরার মানুষের কল্পনার বাইরে ছিল। জননেত্রী শেখ হাসিনা এ কল্পনার বাস্তবায়ন ঘটিয়ে দেখালের তার অসাধ্য কাজ নেই। তিনি জমির জটিলতা কাটিয়ে দ্রুততার সাথে প্রকল্প সম্পন্ন করার আহবান জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন