বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ডোমারে মাদক সম্রাজ্ঞী রুপা গ্রেফতার

ডোমার (নীলফামারী) সংবাদদাতা | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২২, ৫:৫৯ পিএম

নীলফামারীর ডোমার উপজেলার মাদক সম্রাজ্ঞী সহিদা বেগম রুপা (৩৮) মাদক ও নগদ টাকাসহ গ্রেফতার হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভা কাজীপাড়া এলাকার তার বাড়িতে অভিযানে চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

এসময় ১০ বোতল ফেন্সিডিল, ৭৫ গ্রাম হিরোইন, ৫৮টি ইয়াবা ও নগদ দুই লক্ষ ৩২ হাজার টাকা পাওয়া গেছে তার কাছে।
নীলফামারীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের পরিদর্শক সরিফুল ইসলাম বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা করে।

মামলা সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আট টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাজিপাড়া এলাকার রুপার বাড়িতে অভিযান পরিচালনা করে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রন দপ্তর। এসময় বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাসী করে ১০ বোতল ফেন্সিডিল, ৭৫ গ্রাম হিরোইন, ৫৮টি ইয়াবা ও নগদ দুই লক্ষ ৩২ হাজার টাকা পাওয়া যায়।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর রুপাকে মাদক ও নগদ টাকাসহ গ্রেফতার করে একটি মামলা করে। তারা আদালতের মাধ্যমে রুপাকে জেলা কারাগারে পাঠিয়েছে।

প্রসঙ্গত, সহিদা বেগম রুপার বিরুদ্ধে মাদক আইনে প্রায় ১৫টি মামলা রয়েছে। গত ২০২১ সালের ২১ এপ্রিল ইয়াবা নিয়ে গন্ডোগোলে দুই মাদকসেবীর হাতে খুন হন তার স্বামী ডোমারের মাদক সম্রাট মিজানুর রহমান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন