শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ওসমানীর ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন স্থগিত, প্রধান আসামী দিব্য গ্রেফতার

বাকী আসামী গ্রেফতারে ৭ দিনের আল্টিমেটাম

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২২, ২:৪২ পিএম

সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন ইন্টার্নি চিকিৎসকরা। তবে, সাতদিন সময় বেঁধে দিয়েছেন তারা। এ সাত দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে ও তাদের দাবি দাওয়া পূরণ না হলে আবারও আন্দোলন করার হুশিয়ারী দিয়েছেন। আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা ১২টার দিকে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মতিউর রহমান নিশ্চিত করেন এ তথ্য। তিনি জানান, আন্দোলন স্থগিতের ঘোষণার পর আজ দুপুর থেকে কাজেও যোগ দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। একইসাথে ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও আন্দোলন স্থগিত করেছেন তাদের। এর আগে আজ সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠকে বসেন আন্দোলনকারীরা। বৈঠকটি ওসমানী মেডিকেল কলেজের হল রুমে আয়োজিত হয়। এতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও। বৈঠক শেষে ওসমানীর ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. আব্দুল মোস্তাকিম চৌধুরী বলেন, মামলার প্রধান আসামি গ্রেপ্তার হয়েছে এবং ক্যাম্পাসে নিরাপত্তার বাড়াতে প্রশাসন দ্রুততম সময়ে কার্যক্রম গ্রহনের আশ্বাস দিয়েছে। এই আশ্বাসের ভিত্তিতে আমাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করেছি। তবে সাত দিনের মধ্যে সব আসামি গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিত করা না হলে আবার আন্দোলনে নামবো আমরা। এদিকে দুই মামলার মধ্যে একটি মামলা প্রধান আসামী দিব্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত পৌনে ১ টার দিকে নগরীর উপকন্ঠ থেকে এসএমপির কতোয়ালী মডেল থানার পুলিশ গ্রেফতার করে তাকে। থানার অফিসার ইনচার্জ (্ওসি) মো. আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, এ নিয়ে দু’টি মামলার ৩ আসামী গ্রেফতার হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন