মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

শেখ হাসিনা স্টেডিয়ামের নকশার তৈরির দায়িত্বে অস্ট্রেলিয়ান কোম্পানি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২২, ৭:৪৮ পিএম

অবশেষে আনুষ্ঠানিক ভাবে শুরু হচ্ছে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। দীর্ঘ অপেক্ষার পর অস্ট্রেলিয়ান কোম্পানি পপুলাস প্রাইভেট লিমিটেডকে স্বপ্নের এই স্টেডিয়ামের নকশা করার দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বিসিবির বোর্ড সভায় শেষে বিকেলে সংবাদ সম্মেলনে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন এই তথ্যা জানায়। তিনি বলেন,‘শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের জন্য দুটি কোম্পানি এখানে এসেছে। ক্রাইটেরিয়া অনুযায়ী ওরা যোগ্যতাসম্পন্ন (কোম্পানি পপুলাস প্রাইভেট লিমিটেড)। তারা নিজেদের প্রেজেন্টেশন দেখিয়েছে। এগুলো আমরা দেখেছি, দুটি কোম্পানির প্রেজেন্টেশনই আমাদের কাছে ভালো লেগেছে।’

২০১৮ সালে ঢাকার পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করা হয়। ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল এখানে আয়োজনের ঘোষণা দিয়ে পাপন বলেন, ‘কনস্ট্রাকশনের কাজটা কারা তাড়াতাড়ি করতে পারবে, এটা বের করতে পারলে ওইখানে (শেখ হাসিনা স্টেডিয়াম) ফাইনাল ম্যাচটা আয়োজন করতে পারলে ভালো হয়। সেই টার্গেট নিয়ে আমরা নামব। অন্যথায় বিকল্প জায়গা তো আছেই।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন