বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

যেন ফলের রাজ্যে ক্রীড়াবিদ-কর্মকর্তারা!

স্পোর্টস রিপোর্টার, বার্মিংহাম (ইংল্যান্ড) থেকে | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

বার্মিংহাম কমনওয়েলথ গেমসে অংশ নিতে এসে যেন ফলের রাজ্যে বসবাস করছেন বিভিন্ন দেশের ক্রীড়াবিদ ও কর্মকর্তারা। গেমসের সপ্তমদিন পাড় হয়েছে গতকাল। এরই মধ্যে প্রায় চার লাখ বিভিন্ন ফলের সাথে ৫০ হাজার কলা উদরস্থ করেছেন প্রায় ছয় হাজার অ্যাথলেট ও কর্মকর্তা। এই সংখ্যাটা শুধুমাত্র গেমস ভিলেজের। কমনওয়েলথ গেমসের ২২তম আসর উপলক্ষে শহরের মধ্যেই দু’টি আলাদা স্থানে গেমস ভিলেজ নির্মাণ করা হয়েছে। গেমসের নতুন ভিলেজ নির্মাণের জন্য শহরের মধ্যে অ্যাসটোনে জমি অধিগ্রহণ করে কয়েকটি ভবনও নির্মাণ করেছিল আয়েজক কতৃর্পক্ষ। কিন্তু করোনাভাইরাসের কারণে সবই লন্ডভন্ড হয়ে যায়। প্রায় ৩ বছর কোন কাজ করা যায়নি। শেষ পর্যন্ত বার্মিংহাম ইউনিভার্সিটি ও ন্যাশনাল এক্সিবিশন সেন্টারকে ঘিরে কয়েকটা হোটেল নিয়ে গেমস ভিলেজ তৈরি করা হয়। এখানেই দুই সপ্তাহ ধরে থাকছেন প্রায় ছয় হাজার ক্রীড়াবিদ ও কর্মকর্তারা।
গেমস ভিলেজে সব রকম সুযোগ-সুবিধাই পাচ্ছেন তারা। ভিলেজে আছে জিম, মেডিকেল সেন্টার, কালচারাল সেন্টার, বিউটি পার্লার, পোস্ট অফিস, ব্যাংক, বীমা অফিস, মোবাইল শপ, অফিসিয়াল স্যুভেনির শপ, ইনফরমেশন সেন্টার, গেমস রুম, অ্যাথলেট লাউঞ্জ, ইন্টারন্যাশনাল জোন, মিডিয়া সেন্টার, এন্টারটেইনমেন্ট প্লাজা ও মিটিং রুমসহ অত্যাধুনিক সব ব্যবস্থা। ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থাও রয়েছে গেমস ভিলেজে। বার্মিংহাম কমনওয়েলথ গেমস শেষ হবে আগামী সোমবার। বুধবার বন্ধ করে দেয়া হবে গেমস ভিলেজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন