শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

মোটরসাইকেল যেন মৃত্যু যান

| প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২২, ১২:০৬ এএম

দিন দিন সড়কপথে বেড়েই চলেছে লাশের মিছিল। মোটরসাইকেলের নামই যেন হয়ে যাচ্ছে মৃত্যু যান। সাম্প্রতিক সময়ে দেশে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা আশংকাজনক বৃদ্ধি পেয়েছে। চলতি বছর শুধু ঈদুল আযহাকে কেন্দ্র করে ঈদে বাড়ি যাওয়া নিয়ে ১৩ দিনে ৩০০ জনের অধিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তারমধ্যে ১২৭ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। জুন মাসে দেশে ৪৭৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৫২৪ জন নিহত হয়েছেন ও ৮২১ জন আহত হয়েছেন। সারাদেশে ৪৭৬টি দুর্ঘটনার মধ্যে ১৯৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২০৪ জন, যা নিহতের ৩৮.৯৩ শতাংশ। এক্ষেত্রে মোট দুর্ঘটনার ৪২.১৮ শতাংশ সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলে। তাই, মোটরসাইকেল আরোহী ও সংশ্লিষ্ট প্রশাসনকে এই ব্যাপারে যথেষ্ট সচেতন থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। সচেতন থাকতে হবে অভিভাবকদেরও।

আফিয়া সুলতানা একা
পূর্বধলা, নেত্রকোণা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন