শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

টিউশন বাণিজ্য বন্ধ হোক

| প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২২, ১২:০৬ এএম

দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের একশ্রেণির শিক্ষকদের টিউশন বাণিজ্য বেড়েই চলেছে। তারা ক্লাসে শিক্ষার্থীদের পড়াতে ও শেখাতে আগ্রহ দেখান না। বরং টিউশন পড়ানোর জন্য উন্মুক্ত প্রস্তাব দিয়ে থাকেন। প্রস্তাবে রাজি হলে পরীক্ষায় খাতায় বেশি নম্বর ও উপবৃত্তি পেতে সহযোগিতাও করেন। অপরদিকে, গড়রাজি হলে পরীক্ষার খাতায় কম নম্বর এমনকি ফেলও করিয়ে দেয়ার ঘটনাও ঘটে। ক্লাসে নানাভাবে কটু কথা শুনায়। ফলে শিক্ষার্থীরা তাদের কাছে টিউশন পড়তে বাধ্য হয়। শিক্ষার্থীদের বিদ্যালয়ের পাঠসূচীর সময়ের বাইরেও অনেক সময় ব্যয় করতে হয় ওই সকল স্বার্থান্বেষী শিক্ষকদের বাড়িতে। সকাল সাতটার দিকে বাড়ি থেকে বের হয়ে ফিরতে হয় সন্ধ্যায়। মূল্যস্ফিতির এই চরম সংকটময় মুহূর্তে পরিবারগুলো বাড়তি টিউশন ফি দিতে হিমশিম খাচ্ছে। এই বিষয়গুলো শিক্ষার্থীদের মনে বিদ্যালয়ে যেতে অনীহা সৃষ্টি করছে। দরিদ্র শিক্ষার্থীদের অনেকেই আর বিদ্যালয়ে যাচ্ছে না। কাজেই শিক্ষার্থীদের সুবিধাজনকভাবে মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা লাভের স্বার্থে শিক্ষকদের টিউশন বাণিজ্য বন্ধ করতে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. তারিকুল ইসলাম
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন