শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতে উপ-রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে, ফলাফল আসবে বিকেলে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২২, ২:৫২ পিএম

ভারতে ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শনিবার (৬ আগস্ট) সকাল ১০টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচনে এনডিও জোটের প্রার্থী জগদীপ ধানখেড়ের বিপরীতে লড়ছেন বিরোধীদের প্রার্থী মার্গারিট আলভা। পার্লামেন্টের উভয়কক্ষের আইনপ্রণেতারা জানাচ্ছেন রায়।
জানা গেছে, শনিবার সকাল সোয়া দশটার দিকে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ রায় জানিয়েছেন বিজেপির বেশ কয়েকজন শীর্ষ নেতা। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ ভোট দিয়েছেন কংগ্রেসের এমপিরাও। আজ বিকেলেই ভোট গণনার পর জানা যাবে ফলাফল।
জরিপ বলছে, পশ্চিমবঙ্গের সাবেক গভর্নর জগদীপ ধনখড়ের জয়ের সম্ভাবনাই বেশি।
প্রসঙ্গত, ভারতে উপ-রাষ্ট্রপতি নির্বাচনে জিততে দরকার হয় ৩৭২ ভোট। ধারণা করা হচ্ছে, অন্তত ৫২৭ ভোট পাবেন জগদীপ, যা মোট ভোটের ৭০ শতাংশ। নির্বাচনের পর আগামী ১১ আগস্ট শপথ নেবেন ভারতের নতুন ভাইস প্রেসিডেন্ট। সূত্র : এনডিটিভি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন