কক্সবাজার জেলা দুগ্ধ খামারগুলোকে লোকসান থেকে বাঁচাতে ও উৎপাদিত দুধের ন্যায্য মূল্য পেতে সব খামারীকে এক হতে আহবান জানিয়েছেন কক্সবাজার সিটি কলেজের প্রিন্সিপাল ও জেলা দুগ্ধখামারী মালিক সমিতির উপদেষ্টা ক্যা থিং অং। জেলার দুগ্ধ খামারীদের অধিকার আদায় ও দুগ্ধখামারীদের ঐক্যবদ্ধ করতে জেলা দুগ্ধ খামার মালিক সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে কক্সবাজারের একটি কমিউনিটি সেন্টারে জেলার দুগ্ধখামারীদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাবউদ্দিন, জেলার প্রথম দুগ্ধজাত খামারের উদ্যোক্তা জাহান আরা ইসলাম চৌধুরী, আব্দুল্লাহ খান, উখিয়ার রাজাপালং ইউপি সদস্য হেলাল উদ্দিনসহ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, ফ্যামেলি ডেইরী ফার্মের মালিক এ কে আজাদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন