গাজীপুরের কালিয়াকৈরের সুত্রাপুর এলাকায় অজ্ঞাতবাসের ধাক্কায় হাইওয়ে পুলিশ সদস্য মনির হোসেন (২৫) নিহত হয়েছেন। নিহত মনির ঢাকা জেলার ধামরাই থানার কান্দাপাড়া এলাকার শাজাহানের ছেলে। তিনি সে গোড়াই হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।
গোড়াই হাইওয়ে পুলিশের ওসি মোল্লা টুটুল হোসেন জানান, কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সুত্রাপুর এলাকায় শনিবার (৬ আগস্ট) রাত ২টা ২২ মিনিটে হাইওয়ে পুলিশের ডিউটি পালন করছিলেন মনির।
এসময় পুলিশের গাড়ির পেছন থেকে অজ্ঞাত একটি বাস ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় কনস্টেবল মনির হোসেন গুরুতর আহত হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে আশেপাশের লোক তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় ওসিসহ আরো একজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন